Tuesday , November 29 2022
Home / Adult / একদম টাইট পোশাকে নোরা ফাতেহির সাথে একই মঞ্চে তুমুল নাচ মাধুরী দীক্ষিতের, ভাইরাল ভিডি’ও

একদম টাইট পোশাকে নোরা ফাতেহির সাথে একই মঞ্চে তুমুল নাচ মাধুরী দীক্ষিতের, ভাইরাল ভিডি’ও

লকডাউনের মধ্যে বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন নোরা ফাতেহি। তার ভক্তদের কে উৎসাহিত করতে প্রায়ই তিনি নানা রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা গিয়েছিল যে নোরা ফাতেহি মেকআপ রুমে মেকআপ আর্টিস্টের সাথে নাচ করছেন।

ভিডিওটি র এই নাচের ধরন অন্য সকল নাচের থেকে আলাদা। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিলো যে পশ্চাৎ অঙ্গ দুলিয়ে নাচ করছেন নোরা। এরপর ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার রিয়েলিটি শোয়ে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তিনি সাকি গানে নাচ করছেন একটি খুদে প্রতিযোগীর সাথে। সেই ভিডিওটি ও তুমুল গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

নোরা ফাতেহি একটি ভিডিওতে ভাইরাল হয়ে ছিলেন। সেটি একটি নাচের ভিডিও। সেই ভিডিওতে নোরা ফাতেহি ‘নাচ মেরি রানি’ গানে নাচছেন। ভিডিওটি ইতিমধ্যে পাঁচ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল ভিডিওটিতে একজন রোবট রূপে নোরাকে দেখা যাচ্ছে। রণধাওয়া স্পর্শ করার পর‌ই নোরা নাচতে শুরু করেন।

কিছুদিন আগে নোরা আবার একটি ভিডিওতে ভাইরাল হয়েছেন। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিলো যে পূজা ফিল্ম সিটিতে একটি অফ হোয়াইট কালারের গাউন পড়ে আছেন তিনি। অসম্ভব সুন্দর লাগছিলো এই ড্রেসে তাকে। এই ভিডিওটিতে আরও দেখা যায় যে তিনি তাঁর অনুরাগীদের দেখে তাদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন।

এই সময় তিনি নিজের পোশাক নিয়ে একটু বেকায়দায় পড়ে যান। আর এই মুহূর্তেটিকেই কোন একজন ভক্ত ভিডিও করে নেন। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে স্বল্প পোশাকে উন্মুক্ত হয়ে আছে তার বক্ষ দেশ। এমন অবস্থায় হাঁটতে গিয়ে তিনি একটু বেকায়দায় পড়ে যান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে নোরা ফাতেহি আর মাধুরী দীক্ষিত একই মঞ্চে। কোন একটি রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে দু’জনকেই একই সাথে জনপ্রিয় হিন্দি গানের সাথে নাচতে দেখা গেল।

নোরার পরনে ছিল আকাশী রঙের গাউন,আর মাধুরী পরেছিলেন অসম্ভব সুন্দর একটি পোশাক। বি টাউনের জনপ্রিয় মাধুরীর সাথে নোরা কে একমঞ্চে দেখে সকলেই উচ্ছ্বসিত। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে। পুরনো প্রজন্ম আর নতুন প্রজন্মের এই মেলবন্ধন সকলকে আপ্লুত করেছে।

Check Also

গ’রু’র অ’ন্ডকো’ষ রান্না করে খা’চ্ছেন এই সু’ন্দ’রী যু’বতী, দে’খুন তার ভি’ডি’ও রে’সিপি সহ প’দ্ধ’তি!

নারীর সৌন্দর্য বৃ’দ্ধি করার জন্য কত ধরনের পন্থা অবলম্বন করে। তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *