সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে কোন কিছু ভাইরাল হতে খুবই কম সময় লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এই মিডিয়ার দরুন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং নিজেদের নাম করতে পেরেছে বিশ্বের দরবারে।
অন্যদিকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে । যা হয়তো আগে কখনও দেখা যায়নি এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি আমরা এই বছরে।
লকডাউন থাকাকালীন আমরা অনেকে সুপ্ত প্রতিভাকে উজ্জাবিত হতে দেখেছি। অনেকে খুব সুন্দর নাচ করতে পারে গান গাইতে পারে,
রান্না করতে পারে তা আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার দরুন। কিন্তু এই দিক থেকে দেখতে গেলে শুধুমাত্র যুবক-যুবতীরা এগিয়ে নেই,
বালক বালিকারা নিজেদের প্রতিভা উদযাপন করেছে। তারা কোনো দিক থেকেই বড়দের থেকে পিছিয়ে নেই এই কথা বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিভার মাধ্যমে।
ভিডিও সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে যুবক-যুবতী ও বালক বালিকাদের মধ্যে। এখনকার যুগের ছেলেমেয়েরা কোন দিক থেকে পিছিয়ে নেই,
তারা পড়াশোনার পাশাপাশি নানা ধরনের নাচ গান আঁকা আবৃত্তি করতে পটু। এই নিয়ে প্রচুর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একজন যুবক নাচ করছে একটি বলিউড গানের সাথে অভিনেতা হৃত্বিক রোশনের গানের সাথে তার স্টাইলে।
ভিডিও দেখে মনে হচ্ছে ওই যুবক বস্তিতে বসবাস করে। তবে যুবকের নাম ও পরিচয় কি সেই সমন্ধে জানা যায়নি।
এই ভিডিও দীপক সিগবাদ নামক এক যুবকের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। এই যুবক তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এরকম অনেক বালক-বালিকাদের,
নাচের ভিডিও ও তাদের নানা প্রতিভা সবার সামনে তুলে ধরেন। কিছুদিন আগে এই ভিডিও শেয়ার হয়েছে কিন্তু ভিউয়ার সংখ্যা যত সময় এগোচ্ছে ততোই বাড়ছে।
Video – instagram (deepak_singad_dd3) pic.twitter.com/iWQE2YetSI
— Samay Barta (@SamayBarta) April 23, 2021
এখনো পর্যন্ত এই ভিডিও প্রায় কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছে। লাইক কমেন্ট শেয়ারের সংখ্যার বন্যা বয়ে দিয়েছে এই ভিডিওর উপর।
কয়েক লক্ষ লাইক রয়েছে এই ভিডিওর উপর এবং কমেন্টের সংখ্যাও প্রচুর। কমেন্টে অনেকেই যুবকের আনন্দের সাথে কাজ করার বিষয়টি যথেষ্ট পরিমাণে পছন্দ করেছেন।
তবে অনেকে তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে তাদের দুঃখ দুর্দশার কথা ভেবে এবং তাদের শুভেচ্ছা জানিয়েছে ভবিষ্যতের জন্য।
অনেকে আবার কমেন্ট সেকশনে লিখেছে তারা হয়তো যদি ভাল একজন ট্রেইনার পেত তাহলে আরো ভালো করে নাচ শিখতে পারতো।