অরুনিতা কাঞ্জিলাল এই নাম এখন সকলেই প্রায় জানে। ইন্ডিয়ান আইডল ১২-এর সেকেন্ড রানার আপ হয়েছিল অরুনিতা। বাঙালি কন্যার, গানে মুগ্ধ এখন গোটা দেশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেল ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত হয়েছিলেন অরুনিতার মা। আর এই মঞ্চেই অরুনিতার ছোটবেলা টা কেমন কেটেছে সেটা সকলের সাথে শেয়ার করে নিলেন অরুনিতার মা। ভিডিও শুরু হতেই দেখা গেল,
প্রথমে অরুনিতা দুর্দান্তভাবে গান গাইলো। অরুনি তার গানের শেষেই শো এর সঞ্চালক আদিত্য নারায়ন বললেন আজকে অরুনিতা একটু বেশি ভালো গান গেয়েছে কারণ অরুনিতার মা আজকে এসেছেন। এরপরেই মঞ্চে অরুনিতার ছোটবেলার মুহূর্ত নিয়ে নিয়ে ভিডিও বানানো হয়। ভিডিওতে অরুনিতার মাকে বলতে শোনা যায় যখন ওনার খুব শরীর খারাপ ছিল সেই সময় অরুনিতা বাড়ির সব কাজ করতো। এমনকি অরুনিতা এতটাই মিশুকে আশেপাশে যে কোন কারোর সাথে সে খুব সহজেই মিশে যেত।
যার ফলে অরুনিতাকে সকলেই খুব পছন্দ করে। ভিডিওতে অরুনিতার মাকে বলতে তিনি খুবই খুশি অরুনিতা ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছে। এমন একটি ভিডিও দেখে অরুনিতার চোখে জল চলে আসে। এমনকি অরুনিতা নয় মঞ্চে অনেকের চোখেই জল চলে আসে। বিশেষত অরুনিতা অনেকটাই আবেগপ্রবণ হয়ে ওঠে এই ভিডিও দেখে। মঞ্চে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদেন অরুনিতার মা। এরপরই অরুনি তার একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখা যায়। যেখানে মঞ্চে অরুনিতাকে গাইতে শোনা যায়,
লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের গাওয়া “আপকে আখো মে” গানটি। অরুনিতার গানের গলায় যে কতটা সুমধুর এর প্রমাণ আগেও অনেকবার আমরা পেয়েছি। অরুনিতার গান শুনলে যে কোন মানুষ মুগ্ধ হতে বাধ্য হবেন। আসলে স্বয়ং মা সরস্বতী অরুনিতার গলায় বাস করেন যার ফলে অরুনিতার গানের গলা এতটাই সুন্দর এবং মিষ্টি। যেকোনো ধরনের গান অরুনি তা দুর্দান্তভাবে গিয়ে দেয়।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেল মুগ্ধ হয়ে গেলেন সকল বিচারকরা। মিউজিকের তালে তালে অভিনেতা যেভাবে গান গায় তা একেবারে প্রশংসনীয়। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে LIV Music নামে একটি চ্যানেল থেকে। বর্তমানে এই ভিডিওটি ১.৪ মিলিয়ন মানুষ দেখেছেন আর লাইক করেছেন ১৪ হাজার মানুষ।