Saturday , March 25 2023
Home / News / জলের উপর দিয়ে চলছে মোটরসাইকেল! দুর্দান্ত আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় যুবক! মুহূর্তে ভাইরাল ভিডিও।

জলের উপর দিয়ে চলছে মোটরসাইকেল! দুর্দান্ত আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় যুবক! মুহূর্তে ভাইরাল ভিডিও।

নানান ধরনের কাজকর্ম বা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি । এবং এই বুদ্ধিগুলো

কাজে লাগায় বলেই হয়তো কখনও কখনও নতুন যন্ত্রপাতি যানবাহনের আবিষ্কার হয়ে যায় । অবশ্যই বিফলতা আসে । কিন্তু সে বিফলতা কে পাশে রেখে যদি আমরা চেষ্টা করে যাই তাহলে

একদিন না একদিন সফলতা আসবে । আর সেই সফলতা থেকেই পাওয়া যায় আধুনিক কিছু যন্ত্রপাতি ও যানবাহন যেমনটা করে দেখালেন এই গ্রামের যুবক । আমরা প্রত্যেকেই বাইক বা

গাড়ি চালাতে অত্যন্ত পছন্দ করি । ইচ্ছে থাকে বাড়ির মধ্যে যেন একটা নিজস্ব বাইক থেকেই থাকে । তাহলে বেমালুম হারিয়ে যাওয়া যায় অলিতে-গলিতে ।এর পাশাপাশি

জলভাগে নৌকা জাহাজ ইত্যাদি যানবাহন কে পছন্দ করে থাকি । কিন্তু কেমন হবে যদি স্থলভাগের কোনো যানবাহন দিয়ে জলভাগের যানবাহন তৈরি করা যায় । অবাস্তব আজগুবি মনে হচ্ছে? কিন্তু

এমনটা করে দেখি দিল ওই গ্রামের যুবক । গ্রামের ওই যুবক একটি মোটর বাইকের চারদিকে ঢাকনা বিশিষ্ট বড় বড় এয়ার কন্টেনার বা ড্রাম যুক্ত করে দিয়েছে অভিনব পদ্ধতিতে । যার ফলে যদি কোন কারণে সেই মোটরবাইক টিকে জলের মধ্যে নামানো হয় তাহলে মোটরবাইকটি ভেসে থাকবে জলের উপরে ।

এবং যদি গাড়িটিকে স্টার্ট করা যায় তাহলে এই পিছনে চাকার ঘূর্ণনের ফলে সেটি একটি নৌকার মতন বা স্পিড বোটের মতন কাজ করবে । এবং জলের বুক চিরে এগিয়ে যাবে সামনের দিকে । আর ঠিক তেমনটাই দেখা গেল ভিডিওতে ।

ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই যুবক জলের মধ্যে সেই মোটরবাইক টিকে নামিয়েছে এবং স্টার্ট দেওয়ার ফলে পিছনের চাকায় ঘূর্ণন হচ্ছে । সেই ঘূর্ণনের ফলে যে বাইকটি জলের উপর দিয়ে একটি স্পিডবোটের মতন রওনা দিচ্ছে । অবাক করা ভিডিওটি ভাইরাল হয়েছে ।তার পাশাপাশি এই ধরনের পদ্ধতি পছন্দ করেছে অনেকে ।।অনেকে বাড়িতে তৈরি করার চেষ্টাও করছে । সব মিলিয়ে খবরের শিরোনাম দখল করেছে যুবকের এই অভিনব আবিষ্কার ।

 

Check Also

ঘরের মধ্যে খুদে কেশবকে কোলে নিয়ে ভঙ্গিতে নাচলো অভিনেত্রী মধুবনী, ভিডিও ভাইরাল

বাদশা’ র গাওয়া jugnu গান এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো ভাইরাল (Viral)। ট্রেন্ডিং এই গানে সেলিব্রেটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *