বিয়ের মরশুম এখনো শেষ হয়নি তাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হামেশাই বিয়েবাড়ির নানান মজার ঘটনা দেখা যায়
। এখন কোনো ঘটনা ক্যামেরাবন্দী করে তা সকলের সাথে ভাগ করে নেওয়া খুব সহজ হয়ে গেছে।
বিয়ে মানে যেমন একটি ছেলে ও মেয়ের জীবনে নতুন পর্ব শুরু হয় তেমন দুটি পরিবারেরও আত্মিক মেলবন্ধন ঘটে।
তাইতো বিয়েবাড়ির অনুষ্ঠান ঘিরে বর-কনের মধ্যে যেমন আলাদা উন্মাদনা থাকে তেমন পাড়া প্রতিবেশী আত্মীর স্বজনের মধ্যে একটা আনন্দ বিনোদন কাজ করে।
নাচ গান আনন্দ করে দূর্দান্ত ভাবে দিনটি স্মরণীয় করে রাখতে চান সবাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কনে বা বরের আত্মীয়দের নাচ করতে দেখা যাচ্ছে
। বিয়ে বাড়িতে সকলেই গানের তালে ছন্দ মেলান কিন্তু এই বৌদি যুবক এর নাচ আলাদা ভাবে নজর কেড়েছে।
শুধু তাই নই , ভিডিওতে চারপাশে অনেক আরো লোকজন দেখা যাচ্ছে আর তার মাঝেই দেখা যাচ্ছে দূদান্ত ভঙ্গিতে বৌদি নাচ করে চলেছে।
আর তা নিমেষে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ বৌদি এর পারফর্মম্যান্স এর প্রশংসা করেছেন।
বিয়ে বাড়িতে বরের সামনে শাড়ি পড়ে উদ্দাম নাচ বৌদির, ডিজে গানের সাথে বেশ জমে উটেছে এবং নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও