Wednesday , March 29 2023
Home / Videos / হঠাৎই ধান ক্ষেতে দেখা মিলল সাপের বিরল শঙ্খদৃশ্য, ভিডিও ভাইরাল

হঠাৎই ধান ক্ষেতে দেখা মিলল সাপের বিরল শঙ্খদৃশ্য, ভিডিও ভাইরাল

আমাদের আশেপাশে সাপ, বানর ও কাঠবিড়ালির মতো বিভিন্ন প্রানীর দেখা মেলে। আরও দেখা মেলে কিছু পশুপ্রেমীদের সাথে তাদের সখ্যতার সম্পর্ক। পশুপ্রেমীরা যেমন খাবার আর যত্ন দিয়ে এসব নিরীহ অবুঝ প্রানীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তারই প্রতিদানে বিভিন্ন সুরে আর নামে এদের ডাকলে সেই ডাকে সাড়া দিয়ে কাছে এসে পশুরা তাদের ভালোবাসা প্রকাশ করে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক আশ্চর্যজনক ঘটনা দেখে থাকি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় এই সমস্ত বিস্ময়কর ভিডিওগুলি ভাইরাল হয়। এছাড়াও কিছু কিছু ভিডিও থাকে পশু পাখির ভিডিও। কিন্তু কিছু কিছু ভিডিও আমাকে ভাবতে বাধ্য করে। কয়েকটি ভিডিও আমাদের একেবারে হতচকিত করে দেয়। সম্প্রতি,

এমনই একটি ভিডিও নেটদুনিয়া রীতিমতো তোলপাড় করে বেড়াচ্ছে। সাপে ভয় পান না, এই রকম কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সর্পিল শরীরের দর্শনেই অনেকই সংজ্ঞা হারান, কেউ বা আবার সাপ দেখলেই দূরে চলে যান। আর যদি বিষাক্ত সাপ হয়, তবে তো আর কোনও কথাই নেই। অনেকেই সাপের আতঙ্কে ঘামতে শুরু করেন।

বনে জঙ্গলে এই বেশি সাপ দেখা যায়। আর সাপ দেখতে পেলেই আমরা ভয়ে পালাই। কিন্তু সোশ্যাল মিডিয়া এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও দেখে পুরো অবাক হয়ে গেছেন মানুষজন। সাপ দেখলে আমরা তো ভয় পালাই কিন্তু এবার অন্য‌ !! ভাইরাল ভিডিও শুরু হতেই দেখা গেল দুটি সাপের শঙ্খ লাগার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। সাধারণত সাপের যৌন মিলনের ঘটনাকে আমরা সাধারণ ভাষায় সাপের শঙ্খ লাগা বলি।

সাপ যেহেতু একটু অন্ধকারে, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে তাই তাদের শঙ্খ লাগার দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে শহরাঞ্চলে সাপের যৌন মিলনের দৃশ্য খুব একটা দেখা না। গ্রাম বাংলার মাঠে ঘাটে মাঝেমধ্যেই আমরা সাপের শঙ্খ লাগা দেখতে পাই।

আমরা সাধারণত সাপের এই শঙ্খ লাগা অর্থাৎ যৌন মিলনের দৃশ্যকে খুবই শুভ এবং সৌভাগ্যের বলে মনে করি। অনেকেই এইসময় সাপের গায়ে লাল কাপড় অথবা গামছা ছুঁড়ে দেয়। পরে সেটিকে তুলে নিয়ে পুজো করেন। একমাত্র মানুষ ছাড়া অন্যান্য সমস্ত পশু-পাখি প্রাকৃতিক খোলা পরিবেশে তাদের যৌন মিলন সম্পন্ন করে। আর তাই মানুষকে বিশ্বের সবথেকে সভ্য প্রজাতি বলে মনে করা হয়। তবে অন্যান্য প্রাণীদের মত সচরাচর সাপেদের এই যৌন মিলন দেখা যায় না।

ইতিমধ্যেই, ‘ভিলেজ ওয়াইল্ড লাইফ’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই বিরল ভিডিওটি শেয়ার করা হয়েছে। আপাতত নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই বিরল ঘটনা। বহু মানুষ ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। অনেকেই ‘জয় মা মনসা’ লিখেছেন ভিডিওর কমেন্ট বক্সে। একজন অবশ্য ভিডিওগ্রাফারকে সতর্ক করে বলেছেন এই ধরনের ভিডিও খুব সাবধানে করবেন।

Check Also

জনপ্রিয় মঞ্চে মেয়ের মধুর কন্ঠে গান শুনে বসে থাকতে পারেনি মা, আবেগের কান্নায় ভেঙে পড়লেন বাঙালি মেয়ে অরুনিতা

অরুনিতা কাঞ্জিলাল এই নাম এখন সকলেই প্রায় জানে। ইন্ডিয়ান আইডল ১২-এর সেকেন্ড রানার আপ হয়েছিল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *