Breaking News
Home / Adult / আমার বড় ভাই ভালো লোক, একদিন ঠিকিই ক্ষমা করবে, ভাবিকে ভাগিয়ে নিয়ে বলল ছোট ভাই

আমার বড় ভাই ভালো লোক, একদিন ঠিকিই ক্ষমা করবে, ভাবিকে ভাগিয়ে নিয়ে বলল ছোট ভাই

চাঁদপুর জে’লার হা’জীগঞ্জে দেবরের সাথে ডাক্তার দেখানোর নাম করে দেড় মাসেও বাড়িতে ফিরেনি ভাবি। জানা যায়, উ’পজে’লার ১নংরাজারগাঁও ইউনিয়নের রামড়া রহমত উল্ল্যাহ মিজি বাড়ির লফতে আলীর পরিবারে এমন ঘট’না ঘটে।

তার দুই ছেলে মো. শাহআলম ও মো. সাগর। প্রায় ১০ বছর আগে বড় ছেলে শাহআলম মতলব দক্ষিণ উ’পজে’লার বদরপুর গ্রামের শওকত মিয়ার মেয়ে শাহীনুর আক্তারের সাথেবিবাহ বন্ধনে আব’’দ্ধ হন।এরই মধ্যে তাদের ঘর আলো করে একটি কন্যা স’ন্তান জন্ম নেয়। তার বয়স ছয় বছর। এর মধ্যে সংসারের ভা’গ্যের চাকা ঘুরাতে চার বছর আগে ওমান পাড়ি জমান শাহআলম (২৮)। প্রায় দেড়মাস আগে ভাবি শাহীনুরকে ডাক্তার দেখানোর নাম

করে ছোট ভাই সাগর (২৫) হাজীগঞ্জ বাজারের উ’দ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।সাথে ব্যাগে থাকা ঘর নি’র্মাণের টাকা, চেক বই ও স্বর্ণালংকার নিয়ে দে’বরের সাথে সেই যে পা’লিয়ে যান আর ফিরে আসেনি। খোঁজ নিয়ে জানা যায়, সাগর ও শাহীনুর বেগম বিবাহ ব’ন্ধনে আব’’দ্ধ হয়ে হাজীগঞ্জ শহরে বাসা ভাড়া করে থাকছেন। বড় ভাই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে বিভিন্ন লোক মা’রফতে দেশে আসলে দেখিয়ে ছাড়ার হু’ম’কি দেন।

মা ম’রিয়ম বেগম বলেন, ‘আমর’া বুঝে উঠতে পারিনি তারা তলে তলে এতো দূর এগিয়ে গেছে। শাহ’আলম বাড়িতে ইট, বালি এনে রে’খেছে বি’ল্ডিং করার জন্য। তারা দু’জন লাখ লাখ টাকা আ’ত্মসা’ৎ করেছে।ব’র্তমানে পরিবার, বাড়ি ও সমাজের মুখে ক’ল’ঙ্ক লা’গিয়ে তারা হাজীগঞ্জে বাসা বে’ধেছে।’ সাগরের সাথে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আজকাল এসব ঘটনা নতুন কিছু না। আমর’া একে অ’পরকে ভা’লোবেসে বিয়ে করে নতুন সংসারে আ’ব’’দ্ধ হয়েছি।

তিনি বলেন, ‘আমা’র বড় ভাই ভালো লোক। প্রাথমিক অবস্থায় মেনে না নিলেও সে আমা’র বড় ভাই, অবশ্যই একদিন না একদিন আমাকে ক্ষ’মা করবে। তবে তাকে আমি কোনোভাবে হু’ম’কি বা তার কোনো অ’র্থ হা’তিয়ে নেয়ার চিন্তা করিনি। ভাইকে হু’ম’কি দেয়ার সব খবর মি’’থ্যা।’

About Admin

Check Also

লজ্জার সীমা ছারিয়েছে ছাড়িয়েছে ‘জরুরত পালঙ্ক তোড়’-এর অভিনেত্রী, ভুলেও কারও সামনে ক্লিক করবেন না

বর্তমান যুগে ভারতের মানুষের কাছে সবথেকে আকর্ষনীয় প্লাটফর্ম হয়ে উঠেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এখানে নানান ...

Leave a Reply

Your email address will not be published.