Monday , March 27 2023
Home / Entertainment / আলোচিত চিত্রনায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরী হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। ছবি ক্যাপশনে নায়িকা লেখেন, ‘একটি দুর্ঘটনা’। এছাড়া জানান, তিনি রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি।

তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন? তার কী হয়েছে? এই বিষয়ে তার সঙ্গে কিংবা তার স্বামী রাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমণি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন।

Check Also

‘আমিই অপুকে টেলিজগতে এনেছি, আর আজ ও আমার সাথে সম্পর্কও রাখেনা’, – আজও অপরাজিতার সাথে বনাবনি নেই অনামিকা সাহার!

কথাতে আছে If u say sorry to someone that doesn’t mean u r wrong …u ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *