Saturday , March 25 2023
Home / Exception / একেই বলে বন্ধুত্বের ভালোবাসা! বাড়ির পোষ্য কুকুরের সাথে লুকোচুরি খেলছে ছোট্ট মেয়ে, ভাইরাল ভিডিও

একেই বলে বন্ধুত্বের ভালোবাসা! বাড়ির পোষ্য কুকুরের সাথে লুকোচুরি খেলছে ছোট্ট মেয়ে, ভাইরাল ভিডিও

স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।তাতে তেমন হাসি মজার খোড়াক থাকে,তেমন‌ই থাকে সুপ্ত প্রতিভার আত্মপ্রকাশ‌ও।

আবার কখোনো অবিশ্বাস্যকর ঘটনার বিবরণ‌ও থাকে। পশুপাখির মজাদার কার্যকলাপ খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারে।

এই যেমন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে একটি গোরু ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে। গোরুর পক্ষে ছাদে ওঠার,

কিভাবে সম্ভব তার নিয়ে মাতামাতি হয়েছিল স্যোশাল মিডিয়ায়।এমনকি বাঁদরকে অবিকল মানুষের মতো বার্গার খেতে দেখে তাজ্জব বনেছে নেটিজেনরা। আবার ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ফুটবল খেলতেও দেখা গেছে গোরুকে। সম্প্রতি তেমন‌ই একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে তার পোষ্য জার্মানী শেফার্ডের সাথে লুকোচুরি খেলছে। কখোনো সে লুকিয়ে পড়ে আওয়াজ দিচ্ছে, আর তার প্রিয়তম পোষ্য তাকে খুঁজে বের করছে। আবার কখোনো সে গুটিগুটি পায়ে খুঁজে বেড়াচ্ছে তাঁকে।

পোষ্যদের সাথে বাড়ির ছোটোদের যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তা তো সকলেই জানি। এক্ষেত্রেও সেই নমুনার‌ই দেখা মিলল। ভিডিওটি পোস্ট করা হয়েছে তানসু ইয়েগেন নামক একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দুই প্রিয়তম বন্ধু লুকোচুরি খেলছে।” ভিডিওটি খুব কম সময়েই দারুন ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি লাইক করেছেন। ইতিমধ্যেই সাড়ে পাঁচ হাজার মানুষ ভিডিওটি রিট্যুইট করে ফেলেছেন।

Check Also

রাতদিন হাড় ভাঙা পরিশ্রমের পর দুর্দান্ত নাচ দেখিয়ে সকলকে মুগ্ধ করলেন এই নিরাপত্তারক্ষী যুবক, ভাইরাল ভিডিও

কোথায় যে কোন প্রতিভা লুকিয়ে থাকে কে বলতে পারে! তবে আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *