Saturday , March 25 2023
Home / Exception / একেই বলে মা মেয়ের ভালোবাসা! অন্ধ হয়েও মেয়েকে আদোর করে ভাত খায়িয়ে দিচ্ছেন! মেয়েও তার মায়ের মুখে ভাত তুলে দিলেন, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

একেই বলে মা মেয়ের ভালোবাসা! অন্ধ হয়েও মেয়েকে আদোর করে ভাত খায়িয়ে দিচ্ছেন! মেয়েও তার মায়ের মুখে ভাত তুলে দিলেন, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

প্রথম যখন আমরা কথা বলতে শিখি, তখন হয়ত আমাদের মুখ থেকে প্রথম যে শব্দটি উচ্চারিত হয়, তা হয় মা। আসলে,

মায়ের সঙ্গে তো আমাদের নাড়ির সম্পর্ক, তাই হয়ত অজান্তেই প্রথম বুলি মা-ই বেরিয়ে আসে। একজন মা তাঁর সন্তানের জন্য সারাজীবন যা আত্মত্যাগ করেন,

তা আর অন্য কারোর পক্ষে সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় এক মায়ের আত্মত্যাগের লড়াই,

আর তা চলতে থাকে আমৃত্যু।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানান ভিডিও দেখি। কখনও কোনও সন্তান ও মায়ের প্রসঙ্গে ভিডিও এলেই আমরাও যেন কেমন আবেগপ্রবণ হয়ে পড়ি। অজান্তেই চোখের কোণের কাছটা কেমন যেন চিকচিক করে ওঠে। এবার তেমনটাই ঘটল। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের। একজন মা যে কতটা শক্তিশালী হতে পারেন আর সন্তানকে ভালো রাখতে যে এক মা কতদূর পর্যন্ত যেতে পারেন, তাই-ই ফুটে উঠেছে এই ভিডিওর মাধ্যমে। একজন মায়ের ভালোবাসা অস্বীকার্য। ভিডিওতে দেখানো এই মা আর পাঁচটা মায়ের মতনই। খালি এই মা চোখে দেখতে পান না। তাতে কি হয়েছে! চোখে দেখতে না পেয়েও নিজের শিশুকে বসে ভাত খাইয়ে দিচ্ছেন এই মা। অন্ধ মায়ের এই নিজের মেয়েকে ভাত খাইয়ে দেওয়ার দৃশ্য দেখলে আপনার চোখেও জল চলে আসবে।

আর এখানেই শেষ নয়। ভিডিওটি যেরকম দেখা গেছে মা তার সন্তানকে ভাত খাইয়ে দিচ্ছে ঠিক সেরকমই দেখা গেছে সন্তান ও তার মাকে ভাত খাইয়ে দিচ্ছে। অন্ধ মায়ের মুখে ভাত তুলে দিচ্ছে তার এই সন্তান। বাচ্চাটির বয়স মাত্র কয়টি খানি কিন্তু তাও এই বয়সেও সে জানে তার মাকে ভালবাসতে। তাইতো নিজে খাওয়ার সাথে সাথে মা কেউ খাইয়ে দিচ্ছে সে। দেখা গেছে একটি থালার মধ্যে খাবার নিয়ে সন্তানকে খাইয়ে দিচ্ছেন এই মা আর সাথে তার সন্তান মাকে খাইয়ে দিচ্ছে। আবার দেখা গেছে অন্ধ মায়ের হাত ধরেই সে খাবার খাচ্ছে। পাতে ঠিক করে খাবারটুকুও জোটাতে পারেননি এই অন্ধ মা কিন্তু তাও তার শিশু মন ভরে ভাত খাচ্ছে। একবারও খাবারে না বলেনি। তবে ভিডিওটি দেখে একাংশ নেটিজেনের চোখে জল চলে এসেছে।

এই মায়ের এমন অবস্থা দেখে চোখে জল আসতে বাধ্য হয়েছে অনুগামীদের। কিন্তু একেই তো বলে মা নিজের চোখে না দেখতে পেলে কি হবে নিজের সন্তানের মুখে খাবারটুকু সে ঠিকই তুলে দিয়েছে। আর মায়ের মুখে খাবার তুলে দেওয়ার দায়ভার নিয়ে নিয়েছে তার ছোট্ট সন্তানটি। এক কথায় ভিডিওটি পুরো মন ছুঁয়ে যাওয়ার মত, আবার তেমনই দুঃখজনক। ঘরের মেঝেতে বসেই নিজের সন্তানের মুখে ভাত তুলে দিয়েছে এই মা। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওটি ফেসবুকে Rashiparveen vlog in UAE নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। বর্তমানে এই ভিডিওটি দেখেছেন মিলিয়ন মিলিয়ন মানুষ আর লাইক করেছেন ৫১২ হাজার মানুষ। এদিকে ভিডিওটিতে ১০ হাজারের মতন কমেন্ট এবং ৫৬ হাজার মানুষ ভিডিওটিকে চারিদিকে শেয়ার করেছেন। এর থেকে বোঝা যাচ্ছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কতোর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে।

Check Also

রাতদিন হাড় ভাঙা পরিশ্রমের পর দুর্দান্ত নাচ দেখিয়ে সকলকে মুগ্ধ করলেন এই নিরাপত্তারক্ষী যুবক, ভাইরাল ভিডিও

কোথায় যে কোন প্রতিভা লুকিয়ে থাকে কে বলতে পারে! তবে আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *