গ্রামের কিছু মেয়েদের প্রতিভা অসাধারণ ধরনের হয়ে থাকে, এসব মেয়েগুলো নাচে-গানে যেমন পারদর্শী তেমন বুদ্ধি মাথায় অনেক বেশি পারদর্শী হয়ে থাকে।
হে সুন্দরী যুবতীর গম ক্ষেতে অসাধারন নাচের ভিডিও ফেসবুকে ভা’ইরাল হয়েছে।
মুহূর্তের মধ্যেই ভিডিওটি প্রচুর পরিমাণে ভিউয়ার্স হচ্ছে, ভিডিওটির কমেন্ট বক্সে প্রতিনিয়ত মানুষের বাহবা বেড়েই চলেছে। ভিডিওটি বর্তমানে পাঁচ লাখের বেশি ভিউয়ার হয়েছে, মেয়েটি টি-শার্ট এবং জিন্স প্যান্ট পড়ে ডান্স ঠিক করে।
আরোও পড়ুন..’আবারও বিয়ে করলেন পুতুল’,
বি’বাহবিচ্ছেদের পর নতুন করে সংসার শুরু ক’রেছেন ‘ক্লোজআপ ওয়ান তারকা’ খ্যাত সংগীতশিল্পী সাজিয়া সু’লতানা পুতুল।
মঙ্গলবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের এ তথ্য জা’নিয়েছেন তিনি। দ্বিতীয় বিয়ের ছবি ফে’সবুকে পোস্ট করে পুতুল লিখেছেন-
‘বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বো’ধহীন।
কঠিন সমীকরণের বৈ’বাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি ব’ড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা প’রিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনো কারণ ছিলো না।
Syed Reza Ali আমার গানবন্ধু বহু দিনের। অ’স্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গি’টারিস্ট। তার ক’ম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে।
আ’মাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভা’লোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধু প’রিবারের স’দস্যদের উপস্থিতিতে ঘ’ন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে!
দে’শজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ। শুভকামনা নি’জেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি।
সু’রের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের প’রিমিতিতে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জা’য়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চি’নতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয়।’
এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে বি’বাহবন্ধনে আবদ্ধ হন পুতুল। চলতি বছরের মার্চে পুতুল জানান, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।