Monday , March 27 2023
Home / News / গরমের সময় এই রঙের ছাতা ব্যবহারেই মিলবে উপকার, জানাচ্ছে নতুন গবেষণা

গরমের সময় এই রঙের ছাতা ব্যবহারেই মিলবে উপকার, জানাচ্ছে নতুন গবেষণা

গরমে ঘর থেকে বের হতেই ছাতা ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি চামড়ায় লাগলে ত্বকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এছাড়া দেখা দিতে পারে আরও নানা অসুখ।

এর পাশাপাশি অত্যধিক রোদ লাগলে হিটস্ট্রোকসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে বাইরে বের হলেই সঙ্গে ছাতা রাখুন। তবে কোন রঙের ছাতা বেশি উপকারী এ সময়?

বিশেষজ্ঞদের মতে, কালো রঙের ছাতা সবচেয়ে বেশি সূর্যের রশ্মি শুষে নিতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করতে তাই ব্যবহার করুন কালো রঙের ছাতা। যদি কালো রঙের ছাতা না পান তাহলে নীল কিংবা বাদামি রঙের ছাতাও কিনতে পারেন।

তবে গরমে বাইরে বের হওয়ার সময় সাদা রঙের ছাতা কিংবা হালকা রঙের ছাতা ব্যবহার করা একেবারেই সঠিক নয়। বরং কালো রঙের ছাতা ব্যবহারেই বেশি স্বস্তি পাবেন গরমে।

Check Also

ঘরের মধ্যে খুদে কেশবকে কোলে নিয়ে ভঙ্গিতে নাচলো অভিনেত্রী মধুবনী, ভিডিও ভাইরাল

বাদশা’ র গাওয়া jugnu গান এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো ভাইরাল (Viral)। ট্রেন্ডিং এই গানে সেলিব্রেটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *