সোশ্যাল মিডিয়া খুললেই আমরা কমবেশি এমন অনেক দৃশ্য দেখতে পাই যা আমাদের অবাক করে রেখে দিতে বাধ্য করে। মানুষ থেকে শুরু করে জীবজন্তুর সবকিছুর ভিডিও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। পূর্ববর্তী সময়ে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখা এতটা সহজ ছিলো না।
কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দরুন এটি অনেকটাই সহজলভ্য হয়ে পড়েছে। বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্রমাগত সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েই চলেছে। এই নেট মাধ্যম আজকাল মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রূপান্তরিত হয়েছে।।
সোশ্যাল মিডিয়ার যেমন কিছু ভালো দিক রয়েছে ঠিক তেমনভাবেই রয়েছে কিছু খারাপ দিক।খারাপ দিক বলতে সাধারণত আমরা এর মানসিক এবং শারীরিক প্রভাবের কথা বলতে পারি।বিশেষজ্ঞদের একাংশের মতে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। কিন্তু এসবের মাঝে এমন কিছু ঘটনা থেকে থাকে যা মানুষের চিত্র কে সম্পূর্ণ রকম ভাবে পাল্টে দিতে পারে যেমনটা দেখা গেল এই ভিডিওর মাধ্যমে ।
পেটের জ্বালাতে রীতিমতো পথে এসে নেমেছে এই ক্ষুদে বাচ্চাটি । বাস্তবের উত্তপ্ত মাটিকে অনুভব করতে পারছে সে । ট্রেনের মধ্যে ঢোল নিয়ে নিজের কন্ঠে গেয়ে চলেছে বলিউড সিনেমার কিছু জনপ্রিয় গান । তার সাথে সাথে ছন্দ মিলিয়ে বাজাচ্ছে সেই ঢোল। তার আশা একটাই যে তার এই প্রতিভা দেখে মানুষ অনুপ্রাণিত হবে
ভালো লাগবে এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে যেটা তে তার সংসার চলবে । অভাব মানুষকে ঠিক কোথায় এনে পৌঁছায় তার বাস্তব রূপ দেখা গেছে এই ভিডিওর মাধ্যমে । সেই খুদে বাচ্চাটি যেন আবার স্বাভাবিক ভাবে আর বাকি সাধারণ পাঁচটা বাচ্চার মতোই জীবন যাপন করতে পারে তার প্রার্থনা করেছে অনেকে