অনেকের কাছেই কন্যাসন্তান মানে বাড়িতে লক্ষী লাভ করা আবার অনেকের কাছেই কন্যাসন্তান জন্মগ্রহণ করা মনে বারে আরো একটি বোঝা বেড়ে যাওয়া । তাকে বড় করা বিয়ে করার খরচ সহ লাগাতার নানান ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় পরিবারকে এমনটা মনে করেন অনেকে ।
কিন্তু বর্তমানের আধুনিক সমাজে নারী পুরুষ বা ছেলেমেয়ে সকলেই সমান ভাবে গৃহীত হোক এমনটা চেয়েছে বারবার প্রতিটা মানুষ সেই ঘটনা আরও একধাপ এগিয়ে দেখানো হলো এই ভিডিওর মাধ্যমে । ঘটনাটি একদম সত্য ঘটনা অবলম্বনে তৈরি । তার পাশাপাশি এই ঘটনাটি দেখে উচ্ছ্বাসিত আনন্দিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে অনেকেই ।
শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি আরও এমন অনেক ঘটনা রয়েছে যা আপনাকে বারবার ভাবাতে সাহায্য করবে ।আমরা দেখেছি যে কন্যাসন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তানকে অনাথ আশ্রমের বা হাসপাতালে ফেলে দিয়ে চলে যায় বাড়ির লোকেরা ।
তারপর সে আদৌ জীবিত না মৃত রইল তার খবর কেউ রাখে না ।কিন্তু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা এই সমস্ত ঘটনাগুলো থেকে অনেকখানি আলাদা ।এমনকি এই ঘটনাটি আপনাকে ভাবতে বাধ্য করবে বারবার ।
ভারতের নগৌর জেলায় মদনলাল প্রজাপত পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দেওয়ার হেলিকপ্টার পাঠিয়ে বৌমা ও নাতনি কে বাড়িতে আনার ব্যবস্থা করেন। হনুমান প্রজাপতের স্ত্রী চুকি দেবী গত 3 রা মার্চ নগৌর জেলা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই তিনি তাঁর বাপের বাড়ি চলে যান।
https://video.fdac135-1.fna.fbcdn.net/v/t42.1790-2/277863353_514872216822335_6216388104195694174_n.mp4?_nc_cat=108&ccb=1-5&_nc_sid=985c63&efg=eyJybHIiOjU0MCwicmxhIjo1MTIsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%3D&_nc_ohc=EethW9B_z_EAX-ZBObV&rl=540&vabr=300&_nc_ht=video.fdac135-1.fna&edm=AGo2L-IEAAAA&oh=00_AT8MwSU3vUpssaUGChS6-vnCSNwEBvRkbLGJtIHLmI9sgw&oe=624ED253
চুকি দেবীর শশুর নাতনিকে দেখার লোভ সামলাতে না পেরে হেলিকপ্টার পাঠিয়ে দেন বৌমার বাপের বাড়ি। হনুমান প্রজাপত জানান প্রায় 35 বছর পর তাঁদের বংশে কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাঁদের সন্তান তাঁর পরিবারের কাছে কতটা আপন ও গুরুত্বপূর্ণ তা বোঝাতে মূলত তাঁর বাবা হেলিকপ্টার পাঠান।