Sunday , January 29 2023
Home / Exception / ভিক্টোরিয়াতে আর প্রেম নয়.! এবার থেকে ভিক্টোরিয়াতে প্রেম করলে পুলিশ ধড়বে!

ভিক্টোরিয়াতে আর প্রেম নয়.! এবার থেকে ভিক্টোরিয়াতে প্রেম করলে পুলিশ ধড়বে!

পশ্চিমবঙ্গের একটি অন্যতম ঐতিহাসিক স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। যেখানে বিভিন্ন রাজ্যের এমন কি বিভিন্ন দেশের মানুষ আসে আনন্দের হাটে অংশগ্রহন করতে।

কলকাতাকে city of joy বলা হয় যার পেছনে অনেকটাই credit এই ভিক্টোরিয়া ! ২০০০ সালের পর থেকে থেকে বিক্টোরয়া কলকাতার একটি অন্যতম ড্রেটিং পয়েন্ট হয়ে গেছে।

তবে ২০০০ সালের প্রথম দিকে তেমন কোনো অসুবিধা হতোনা এই বিক্টোরিয়াতে প্রেম করলে কেননা তখন প্রেমিক-প্রেমিকাদের সংখ্যা ছিলো অনেক কম।

তবে যত বছর গড়াতে ততোই প্রেমিক প্রেমিকার সংখ্যা বাড়তে থাকে এবং এই বিক্টোরিয়াতে couple দের ভিড় জমতে থাকে। আর বর্তমান সালে মানে ২০১৮ সালে প্রায় বেশিরভাগ মানুষই প্রেম করে!

তাই বর্তমানে এটি একটি মস্ত বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রসাশনের কাছে কেনোনা এখানে অনেক বয়স্ক মানুষ ও বেড়াতে যায়।

তারা ড্রেটিং পয়েন্ট হিসাবর ভিক্টোরিয়া এটা ঠিক মেনে নিতে পারেনা। তারা অভিযোগ তুলে এটি যেহুতু একটি বহু প্রাচীন ঐতিহাসিক স্থান তাই এখানে কি এসব করা উচিত?

শোনা যাচ্ছে কাতের কথাকে গুরুত্ব দিয়ে ভিক্টোরিয়া জানাই যে এখানে দুজন ছেলে-মেয়ে বন্ধু আসতেই পারে তবে তাদের আচরন যেনো বন্ধুর মতো থাকে।

ছাতার নিচে কিস বা গাছের পেছনে হাগ এসব কিছুই করা যাবেনা। এবার থেকে এসব করলে পুলিশে গেপ্তার করবে!!

Check Also

একেই বলে বন্ধুত্বের ভালোবাসা! বাড়ির পোষ্য কুকুরের সাথে লুকোচুরি খেলছে ছোট্ট মেয়ে, ভাইরাল ভিডিও

স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।তাতে তেমন হাসি মজার খোড়াক থাকে,তেমন‌ই থাকে সুপ্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *