Saturday , March 25 2023
Home / News / মায়ের স্নেহের থেকে বড়ো কিছু হয়না! গভীর রাতে খিদের জ্বালায় ছটফট করতে দেখে বাঁদর ছানাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করালেন এই গৃহবধূ, তুমুল ভাইরাল ভিডিও

মায়ের স্নেহের থেকে বড়ো কিছু হয়না! গভীর রাতে খিদের জ্বালায় ছটফট করতে দেখে বাঁদর ছানাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করালেন এই গৃহবধূ, তুমুল ভাইরাল ভিডিও

কথায় বলে মায়েরা সবটা জানে, সবটা পারে। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক বাঁদর ছানার সাথে,

দেখা যায় এক ভদ্রমহিলাকে। মা এবং শিশুর এই বন্ধন নিঃসন্দেহে এই মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে,

তখন রাত বেশ গভীর যথারীতি ভদ্রমহিলা ঘুমোচ্ছেন। কিন্তু বিছানায় তার আশেপাশে ক্রমাগত ঘোরাফেরা করছে একটি বাঁদর ছানা।

জানা যায় এই বাঁদর ছানার নাম সুন্দরী চুলবুলি। আর ইতিমধ্যেই বাঁদর ছানার খিদে পেয়ে গিয়েছে। তাই মা কে ঘুম থেকে ডেকে তুলতেই একের পর এক সব রকম চেষ্টায় চালিয়ে যায় সে। প্রথমে বিছানার এদিক ওদিক লাফালাফি করতে শুরু করে। আবার কখনো ভদ্রমহিলার হাত সরিয়ে তার মুখের উপর উঠে বসছে সে। কিন্তু পরে এতেও কাজ না হওয়ায় বাঁদর ছানা ভদ্রমহিলার নাকে চোখে মুখ দিয়ে তার ঘুম ভাঙ্গানোর চেষ্টা করছে সে।তবে এখানেই থেমে নেই সে, এবারে ভদ্রমহিলার শাড়ি ধরে টানাটানি করতে শুরু করে। এমনকি একটা সময় দেখা যায় ভদ্রমহিলা ঘুমোতে ঘুমোতে চাদর মুড়িয়ে নেন আর যার ফলে বাঁদর ছানাটি আরও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ক্রমশই মুখ দিয়ে নানান রকমের আওয়াজ বের করতে থাকে সে অনবরত। কিন্তু শিশুর ডাকে মা সাড়া দেবেন না তা আবার হয় নাকি। অবশেষে ঘুম থেকে উঠে ভদ্রমহিলা।

আর এমতাবস্থায় বাঁদর ছানা আরো জোরে জোরে লাফালাফি শুরু করে। সত্যি, মা শিশুর এই সম্পর্ক মন ছুঁয়ে যায় অনায়াসেই। ভদ্রমহিলার বুঝতে একটুও অসুবিধা হয় না যে বাঁদর ছানা ক্ষুধার্ত। তাকে একটি ছোট্ট বোতলে করে দুধ খেতে দেন তিনি। আর অদ্ভুতভাবে এতক্ষণ ধরে চঞ্চলতা দেওয়ার পরিচয় দেওয়া সেই শিশু মায়ের সংস্পর্শে এসে চুপচাপ সে মায়ের কোলে বসে দুধ খেয়ে নিল। এরপর দেখা গেল সেই সময় থেকেই বাঁদর ছানা আর কোনো রকমের দুষ্টুমি করছে না। কাউকে জ্বালাতনও করছে না। একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও ভাইরাল হয়। ইতিমধ্যেই ৭৬৫ হাজারের ও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। ৫.১ হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন। এত সুন্দর একটি ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি সোশ্যাল মিডিয়ায় একটুও। সত্যি একজন মা কি অনায়াসেই সামলে নেন সমস্ত পরিস্থিতি।

আমাদের মা আমাদের আগলে রাখেন বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে। সন্তানের জন্য উজাড় করে দেন এর নিজের সমস্ত সুখ দুখ। কারণ ওই যে কথায় বলে মায়েরা সবটা জানেন এবং সবটা পারেন। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকের The Bong Media নামের একটি একাউন্ট থেকে। গত মাসে এই ভিডিওটি ভাইরাল হয়েছে আর পুনরায় আবার ভিডিওটিকে দেখছেন অসংখ্য মানুষ। ৬.৪ মিলিয়ন মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন আর পাশাপাশি লাইক করেছেন ২২২ হাজার মানুষ। এদিকে ভিডিওটিতে হাজারের উপরে কমেন্ট সংখ্যা এসেছে এবং ৬০০০ এর কাছাকাছি মানুষ ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন। অসংখ্য লাভ রিয়াকে ভরে গেছে এই ভিডিওর লাইক সংখ্যা।

Check Also

লতাজির মূর্তি নিজের হাতে তৈরি করে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আনলেন এই যুবক, অবাক সকলে

কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে সুপারস্টার সিঙ্গার সিজন-২। আর তারপরেই এসে গেছে সনি টিভির জনপ্রিয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *