Sunday , November 27 2022
Home / Exception / সংসার চালাতে ছোট্ট বয়সে ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করছে অসহায় খুদে মেয়ে, তুমুল ভাইরাল ভিডিও

সংসার চালাতে ছোট্ট বয়সে ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করছে অসহায় খুদে মেয়ে, তুমুল ভাইরাল ভিডিও

অসাধারণ গান গেয়ে ফের ভাইরাল হল এক খুদে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কত কিছুই না দেখতে পাই। প্রতিনিয়ত নতুন নতুন সব ভিডিও,

উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। কেউ গানে ভালো আবার কেউ নাচে, কেউ কবিতায় আবার কেউ মানুষকে হাসাতে এক্সপার্ট।

আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত একেকটা নতুন প্রতিভার আবিষ্কারও হচ্ছে। সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হল,

একটি ছোট্ট মেয়ের অসাধারণ গান। তবে আর পাঁচটা বাচ্চার মত গানের প্রশিক্ষণ নিয়ে বাচ্চা এই মেয়েটিকে গান গাইতে দেখা যায়নি। এই বাচ্চা মেয়েটির গানের ভিডিও হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আসলে দেখা গেছে এই বাচ্চা মেয়েটি ট্রেনের মধ্যে ঢোল নিয়ে ঘুরেফিরে গান গাইছে। আর ট্রেনেরই কোন যাত্রী এই বাচ্চা মেয়েটির গান ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন যা এখন তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। দেখা গেল ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে ঘুরেফিরে গান গাইতে।

ভিডিওতে দেখা গেছে ট্রেনের মধ্যে অসংখ্য যাত্রীরা বসে রয়েছে আর তাদের মাঝে দাঁড়িয়ে ঢোল নিয়ে গান গাইছে এই ছোট্ট বাচ্চা মেয়েটি। উসকো খুসকো চুলে, সাধারণ পোশাক পরে দেখা গেল মেয়েটিকে। বড়োজোর ৭ কি ৮ বছর বয়স হবে তার। কিন্তু এর মধ্যেই সুরের উপরে তার এমন দক্ষতা যেন বড় গায়কদেরও হার মানিয়েছে। ভিডিওটা পুরোনো হলেও মেয়েটির গান শুনলে সেসব মনে থাকবে না। অনেকেই লিখেছেন ‘এ যেন আর এক সহদেব।

আবার অনেকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ ভালবাসা জানিয়েছেন শিশুটিকে। বাচ্চা মেয়েটির গানের গলা একদম প্রশংসা করার মতো। তবে দুঃখের বিষয় হল এই বয়সে যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা পড়াশোনায় মত্ত সেখানে এই বাচ্চা মেয়েটিকে ঢোল বাজিয়ে দুটো পয়সা উপার্জন করতে বেরিয়ে পড়তে হয়েছে, শুধুমাত্র পেটের দায়ে। চলন্ত ট্রেনের মধ্যেই দেখা গেছে যাত্রীরা যাতায়াত করছে আর তার মাঝেই হাতের গোল নিয়ে গান গাইছে এই শিশু শিল্পী। ট্রেনের যাত্রীরা ও মনোযোগ দিয়ে এই বাচ্চা মেয়েটির গান শুনছেন। কুমার শানু এবং আশা ভোঁসলের গাওয়া “মিলনে কি তুম কোশিশ কারনা” গানটি এই বাচ্চা মেয়েটি কে গাইতে শোনা গেছে।

এই খুদে কন্যা তার নিজের মতন করে এই গান সকলের সামনে পেশ করেছে। যা শুনতে সত্যিই অসাধারণ লাগছে। বাচ্চা মেয়েটির গলায় যে এক অসম্ভব প্রতিভা রয়েছে তা এই ভিডিও দেখে পরিষ্কার। ট্রেনে যাত্রীরা বাচ্চা মেয়েটিকে আরো একটি গান গাওয়ার অনুরোধ করে। এরপর সে আরো একটি গান গেয়ে শোনায় সকলকে। নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না কি সুন্দর ভাবে সে একের পর এক গান গেয়ে চলেছে। কোন কোন যাত্রী আবার এসে টাকা দিয়ে যাচ্ছেন তাকে। কিরম অবাক কান্ড গানের প্রত্যেকটি লাইন তার পুরো জলের মতো মুখস্ত। গানের পাশাপাশি এসে কি সুন্দর ভাবে ঢোল ও বাজিয়েছে, যার প্রশংসাও করতেই হয়।

Check Also

রাতদিন হাড় ভাঙা পরিশ্রমের পর দুর্দান্ত নাচ দেখিয়ে সকলকে মুগ্ধ করলেন এই নিরাপত্তারক্ষী যুবক, ভাইরাল ভিডিও

কোথায় যে কোন প্রতিভা লুকিয়ে থাকে কে বলতে পারে! তবে আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *