Saturday , March 25 2023
Home / News / সারেগামাপা’র মঞ্চে কুমার শানুর সঙ্গে গলা মিলিয়ে অসাধারণ গান গেয়ে নেটাগরিকদের মুগ্ধ করলো গ্রামের গৃহবধূ সঞ্জনা ভাট, ভিডিও ভাইরাল

সারেগামাপা’র মঞ্চে কুমার শানুর সঙ্গে গলা মিলিয়ে অসাধারণ গান গেয়ে নেটাগরিকদের মুগ্ধ করলো গ্রামের গৃহবধূ সঞ্জনা ভাট, ভিডিও ভাইরাল

হিন্দি ‘সারেগামাপা’ জি টিভি’র অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো যা দর্শকমহলে বিপুল জনপ্রিয়। বহু দুর দুর থেকে মানুষ আসেন এই রিয়্যালিটি শো’তে অংশগ্রহণের আশায়। আর এই শোয়ের বিচারকরা সেই সমস্ত ভালো প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেন সেরাদের।

‘সারেগামাপা’ ২০২১’র গ্র্যান্ড অডিশনে এক প্রতিযোগী সঞ্জনা ভাটকে দেখা গিয়েছিল তার পাঁচ মাসে মেয়েকে নিয়ে গান গাইতে। আর আজ সে ‘সারেগামাপা’র মঞ্চের একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী। এই সিজনে ‘সারেগামাপা’র মূল বিচারকদের আসনে রয়েছেন বিশাল দাদলানি,

শঙ্কর মহাদেভান, হিমেশ রেশমিয়া। শুরুর দিন থেকে সঞ্জনার গানে মুগ্ধ হয়েছেন বিচারকমন্ডলী। দিল্লির বাসিন্দা সে। নিজের স্বামীর হাত ধরেই সে এসেছিল তার স্বপ্নের মঞ্চে। একজন প্রতিযোগী হওয়ার পাশাপাশি একজন মা হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে ভোলেননি সঞ্জনা।

এদিন সে‘আও তুমহে চাঁদ পার যায়ে’ গানটি গেয়েছিলেন, যা শুনে মুগ্ধ ছিলেন উপস্থিত সকল দর্শকরাই। এই মুহূর্তে ‘সারেগামাপা’র মঞ্চের একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে প্রতি এপিসোডে তিনি নিজের গান দিয়ে মুগ্ধ করে চলেছেন সকলকে।

সঞ্জনা জানান তিনি খুব ছোটবেলাতেই নিজের বাবাকে হারিয়েছেন। মামা মামীর কাছে মানুষ হওয়ার কারণে নিজের কোন প্রকার স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। তারপর ভালোবেসে স্বামীর হাত ধরে ঘর ছেড়েছেন এবং স্বামীর সাহায্যেই তিনি পড়াশোনা এবং গান একসাথে চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে নিজের সন্তানকে বড় করার পাশাপাশি পড়াশোনা এবং গান চালিয়ে যাচ্ছেন সঞ্জনা। আর নিজের স্বপ্নকে পূরণ করতেই সারেগামাপা এর অডিশনে পৌঁছে গিয়েছেন তিনি। সঞ্জনার জীবনের গল্প ও তার সুরেলা কন্ঠ শুনে মঞ্চের তিন বিচারকও মুগ্ধ হয়ে যায়।

অডিশনের সময় ছোট শিশু বাবার কাছে থাকতে চাইছিলো না তাই সঞ্জনা নিজের সন্তানকে কোলে নিয়েই অসাধারন একটি সাউথ ইন্ডিয়ান গান গেয়ে মুদ্ধ করেছেন সকলকে। সঞ্জনার কন্ঠ শুনে মুগ্ধ হয়ে যান মঞ্চে উপস্থিত থাকা সকলে। তিনি বিচারক সঞ্জনার বেশ প্রশংসা করেনও তাকে,

পরবর্তী রাউন্ডে প্রবেশের জন্য মেডেল প্রদান করেন। মায়ের পক্ষে যে সব কিছুই সম্ভব তা আরো একবার প্রমান করলেন সঞ্জনা।এদিকে, সপ্তাহান্তের বিশেষ পর্বে বলিউড সুপারস্টার সালমান খানের সাথে তার ‘অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর সহ-অভিনেতা আয়ুশ শর্মা এবং মহিমা,

মাকওয়ানাকে বিশেষ অতিথি হিসেবে দেখতে পাবেন। তারা আসছেন তাদের সিনেমার প্রচারে।উপরন্তু, অভিষেক বচ্চন তার ক্রাইম থ্রিলার ফিল্ম ‘বব বিশ্বাস’-এর প্রচারের জন্য শোতে সেলিব্রিটি অতিথি হিসাবে উপস্থিত হবেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে,

যেখানে দেখা যাচ্ছে সঞ্জনা জনপ্রিয় হিন্দি গান গাইছে এবং হিন্দি গান শুনে একেবার প্রবণ হয়ে ওঠেন কুমার শানু । অভিনেতারা তাদের সিনেমা এবং ব্যক্তিগত জীবন থেকে কিছু উপাখ্যান শেয়ার করবেন, এবং প্রতিযোগীরা তাদের সিনেমার কয়েকটি ট্র্যাকে অভিনয় করবেন।

সালমান খান ও যথারীতি মুগ্ধ সঞ্জনার গান শুনে। বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সমিরনের গান শুনিয়ে, এতটাই মুগ্ধ হয়েছেন আমাদের সার্ভারে যে তিনি আর নিজের জায়গায় বসে থাকতে না পেরে সটান স্টেজ এর শুভেচ্ছা জানিয়ে যান সঞ্জনাকে। এমনকি সঞ্জনা ছোট্ট খুদে মেয়েকে প্রাণ ভরা আদর করে দিয়ে যান তিনি।

Check Also

ঘরের মধ্যে খুদে কেশবকে কোলে নিয়ে ভঙ্গিতে নাচলো অভিনেত্রী মধুবনী, ভিডিও ভাইরাল

বাদশা’ র গাওয়া jugnu গান এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো ভাইরাল (Viral)। ট্রেন্ডিং এই গানে সেলিব্রেটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *