Breaking News
Home / Exception / হলো না মালাবদল! হবু বরকে হঠাৎ কষিয়ে ঠাসঠাস চড় কনের, ভাইরাল ভিডিও

হলো না মালাবদল! হবু বরকে হঠাৎ কষিয়ে ঠাসঠাস চড় কনের, ভাইরাল ভিডিও

হবু বর মালা হাতে বিয়ে করতে তৈরি। এদিকে ক্যামেরাম্যান এই আনন্দের মুহূর্তকে ধরে রাখতে তৈরি হয়েছে। সেই মুহূর্তে ঘটে গেলো এক অদ্ভুত অকল্পনীয় ঘটনা। বাড়ি ভর্তি লোকের সামনে হবু বউয়ের গলায় মালা দিতেই তার বদলে উল্টে চড় মারলো কনে।

আবার একবার নয়, পরপর দুবার ভরা মণ্ডপে চড় মারলো সেই মেয়েটি। শুধু হবু বর নয়, প্রত্যেকে অবাক হয়ে গেছে এই ঘটনায়। এই অবাক করার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য সৃষ্টি হয় মণ্ডপে।

থেমে যায় সানাইয়ের আওয়াজ। এ ঘটনার পর বরপক্ষ কনেপক্ষ আলোচনা করতে বসে পড়ে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো তা এখন অবধি জানা যায়নি। এদিকে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এমনকি শেষ পর্যন্ত কি ফলাফল বের হলো সেটাও এখন অবধি জানতে পারা যায়নি। আদৌ হবু বরকে পছন্দ হয়নি নাকি বিশেষ কোনো কারণ ছিল, সেটাও জানা যায়নি।

About roy

Check Also

বিয়ের আসরে বসেই সুন্দরী বউয়ের জন্য দুর্দান্ত গান উপহার প্রেমিক বরের, ভাইরাল ভিডিও

বিয়ে মানে সাত জন্মের বন্ধন। এই বিশেষ দিনটির জন্য নারী পুরুষ উভয়ে প্রতীক্ষা করে থাকেন। ...

Leave a Reply

Your email address will not be published.